ক্রাইমবার্তা রিপোট: রাজধানী ঢাকার জিগাতলায় শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে একদল যুবক। হামলাকারীদের হাতে লাঠি ছিল। আজ শনিবার বেলা দুইটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গেটের সামনে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানায়, আজ সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওই এলাকায় জড়ো হতে শুরু করে। বেলা দুইটার দিকে বিজিবি গেটের সামনে শত শত শিক্ষার্থীর একটি অংশের ওপর হঠাৎ করে হেলমেট পরা লাঠি হাতে ২৫-৩০ জনের এক দল যুবক হামলা চালায়। এসময় কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছুড়ে।
শিক্ষার্থীদের ওপর হামলার সময় সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের কোনো ভূমিকা নিতে দেখা যায়নি। হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মী বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে সেদিন থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে আসছে।