ক্রাইমবার্তা রিপোট: জরার্জীর্ণ ফাটল ধরা ও ঢসে পড়া নিউ মার্কেটটি জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার বিকালে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি এবং কাউন্সিলরবৃন্দদের সাথে নিয়ে নিউ মার্কেটটি পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক বলেন, ঝুকিপুর্ণ এই মার্কেটটি ৪-৪-২০১৭ তারিখে জনস্বার্থে অত্যন্ত ঝুকিপুর্ণ হওয়ায় পরিত্যক্ত (কনডেম) ঘোষণা করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। যেকোন মুহূর্তে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। মানুষের প্রাণহানীও ঘটতে পারে। ৫ অগস্ট রাত ১০টা থেকে প্রশাসনের পক্ষ থেকে মার্কেটে প্রাধান গেটে ও সকল দোকানে তালা বন্ধ করে দেওয়া হবে। প্রয়োজনে দোকানমালিকরা মালামাল সরিয়ে নেওয়ার ব্যাপারে উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার শাহ্ আবদুল সাদী’র সাথে যোগাযোগ করতে পারবেন। এরআগে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর বিকট শব্দে ভেঙে পড়ে ফাটল ধরা দ্বিতীয়তলা ও নীচতলার ছাদের বড় বড় অংশ। এছাড়াও একাধিক স্থানে ছোট বড় ফাটল দেখা দিয়েছে। ঐ স্থানে ছিড়ে পড়েছে অনেক জড়ানো পেচানো ঝুলন্ত বিদ্যুতের তার। যেকোন মুহূর্তে ভেঙে পড়তে পারে পুরো নিউ মার্কেটটি।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দতা রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি অধ্যক্ষ আনিছুর রহিম, পৌর প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, কাজী ফিরোজ হাসান, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শফিকুল আলম বাবু, শহিদুল ইসলাম, মহিলা কাউন্সিলর জ্যোৎ¯œা আরা, ফারহা দীবা সাথী, অনিমা রাণী মন্ডল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌরসভার সচিব মো. সাইফুল ইসলাম বিশ^াস, শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দন মহলী, পৌরসভার সার্ভেয়ার মামুন প্রমুখ।
Check Also
ভোমরা সীমান্ত থেকে ১০পিস সোনার চকলেটসহ আটক-১
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা সীমান্তের ফলমোড় এলাকা থেকে ১০পিস সোনার চকলেটসহ সুমন ইসলাম নামের এক কিশোরকে …