ষড়যন্ত্রের অভিযোগে ফখরুল-খসরু-রিজভীর বিরুদ্ধে মামলা

ক্রাইমবার্তা রিপোট:রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে।জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী সোমবার ঢাকা মহানগর হাকিম এইচ এম তোয়াহার আদালতে এ মামলা করেন।মামলার অপর দুই আসামি হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।মামলার অভিযোগে বলা হয়, আমীর খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও ক্লিপ গত ৪ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অডিওতে তাকে কুমিল্লায় অবস্থানরত নাওমি নামের এক কর্মীর সঙ্গে কথা বলতে শোনা যায়, যেখানে তিনি নাওমিকে ঢাকায় এসে লোকজন নিয়ে রাস্তায় নেমে পড়তে বলেন।

এছাড়া মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীর হুকুমে কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপদ সড়ক চাই আন্দোলনে ছাত্রদলের লোকজন ঢুকে পড়ে এবং উত্তরায় এনা পরিবহনের দুটি বাসে আগুন, জিগাতলায় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাংচুর, মিরপুরে মারধর, হামলা ও গুলির ঘটনা ঘটায় বলেও অভিযোগে উল্লখে করা হয়।

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।