ধুলিহর ইউনিয়নের বিভিন্ন এলাকায় আসাদুজ্জামান বাবু নির্বাচনী গণসংযোগ করেছেন। সোমবার বিকালে ধুলিহরের বিভিন্ন এলাকার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং সার্বিক খোঁজখবর নেন। এসময় ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ উন্নয়নের সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। সারের জন্য কৃষকদের লাইনে দাঁড়াতে হয় না। মানুষ ঘরে বসেই সকল প্রকার সেবা পায়। এসবই শেখ হাসিনার অবদান। তাই আগামী নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালীর আহ্বান জানান তিনি।
এর আগে তিনি ধুলিহরের প্রবীণ আওয়ামী লীগ নেতা মোক্তার হোসেনের জানাযা নামাজে অংশগ্রহণ করেন এবং আমিন উদ্দীন (আমিন মেম্বর) এর কবর জিয়ারত করেন। প্রেস বিজ্ঞপ্তি
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …