কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
সাতক্ষীরার-কালিগঞ্জ উপজেলায় সরকারি ভাবে বরাদ্ধকৃত সোলার প্যানেল আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ইউপি সদস্য গোলাম রব্বানীর বিরুদ্ধে। সে ২ নং বিষ্ণপুর ইউনিয়নের ২ নং ওয়াডের মেম্বর।
অনুসন্ধানে জানা গেছে, সরকার অনুমোদিত ত্রান মন্ত্রালয়ের সোলার প্যানেল চাচাঁই কালি মন্দিরের বরাদ্দকৃত হওয়ায় দুই মাস আগে ইউপি সদস্য গোলাম রব্বানী নিজে স্বাক্ষর করে কালিগঞ্জ ভেনাস ইন্টারন্যাশলান কোম্পানি লি: থেকে সোলার প্যানেলটি নিয়ে আসে। যা সে নিজের ব্যবহার করছে অতি সংগোপনে। কালিগঞ্জ ভেনাস ইন্টারন্যাশলান কোম্পানি লি: এর অফিসের অফিসিয়াল কর্মকর্তা সমরেশ বাবুর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। একই সাথে কালিগঞ্জ ভেনাস ইন্টারন্যাশলান কোম্পানির সোলার প্যানেল কর্মকর্তা মনজুরর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন ইউপি সদস্য গোলাম রব্বানী ঐ কালি মন্দিরের সভাপতি বলে সোলার প্যানেলটি নিয়ে গেছে। এদিকে এব্যাপারে অভিযুক্ত মেম্বর গোলাম রব্বানীর নিকট জানতে চাইলে জবাব না দিয়ে এড়িয়ে যান। অপরদিকে মন্দিরের বরাদ্ধকৃত মালামাল আত্মসাৎ এর ঘটনায় । মন্দির কমিটির সভাপতি, সম্পাদক সহ এলাকার হিন্দু মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …