ক্রাইমার্তা ডেস্করির্পোটঃ : জেলা পর্যায়ে বিশ্ব মাতৃত্বদুগ্ধ সপ্তাহ ২০১৮ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, প্যারামেডিকেলের কুমকুম আক্তার, এস এম জি নেওয়াজ ২য় এনজিও নির্বাহী শিরা আক্তার প্রমুখ। সভায় বক্তারা বলেন, নবজাতকের জন্মের পর মায়ের বুকে প্রথম যে দুধ আসে সেটিকে শাল দুধ বলে। এটি নবজাতকের জন্য খুবই উপকারী। অথচ অনেকেই ওই শাল দুধ ফেলে দেন। শাল দুধ কোনভাবেই ফেলে দেওয়া যাবে না। নবজাতকের শারিরীক সুস্থতার জন্য সকলকে শাল দুধ খাওয়ানোর উপর গুরুত্বারোপ করেন বক্তারা।
Check Also
ভোমরা সীমান্ত থেকে ১০পিস সোনার চকলেটসহ আটক-১
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা সীমান্তের ফলমোড় এলাকা থেকে ১০পিস সোনার চকলেটসহ সুমন ইসলাম নামের এক কিশোরকে …