ক্রাইমবার্তা রির্পোটঃ: সাতক্ষীরায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ ২০১৮ এর উদ্বোধন করা হয়েছে।গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্ড বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। সাতক্ষীরা সদর উপজেলার ৩ লক্ষ ৪৪ হাজার নাগরিককে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে বলে সাতক্ষীরার একটি অনলাইন পোর্টাল ‘সাতক্ষীরা জার্নাল’কে তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মহোদয়।
জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাব’র সভাপতি অধ্যক্ষ (অব.) আবু আহমেদ, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী আকমল হোসেন, অধ্যাপক কাজী মুহম্মদ অলিউল্লাহ, ড. দিলারা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যাস গোলাম মোর্শেদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, পৌরসভার ১০ জন নাগরিককে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আগামীকাল (৯আগস্ট) থেকে পৌরসভার নির্ধারিত সময়সূচিতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অব্যাহত থাকবে। সাতক্ষীরা পৌরসভার সকল ওয়ার্ডে ডিজিটাল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের সময়সূচি সাতক্ষীরা জার্নালের অনলাইন পোর্টালে ৭ আগস্ট প্রকাশিত হয়েছিল।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …