যশোর প্রতিনিধি: ভারত সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৩ কেজি সোনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি); যার দাম প্রায় ৩৬ কোটি টাকা।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে শার্শার শিকারপুর সীমান্ত থেকে এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়। মধ্যরাতে বিজিবি এই তথ্য নিশ্চিত করেছে।
এতো বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনা বাংলাদেশে বিরল। উদ্ধার করা সোনা ভারতে পাচার করা হচ্ছিল।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে নয়টার দিকে শিকারপুর বিওপিতে কর্মরত হাবিলদার মো. মুকুল হোসেন প্রামানিকের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযানে যান। তারা সীমান্তের মেইন পিলার ২৯ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নারিকেলবাড়িয়া এলাকায় এক ব্যক্তিকে আটক করেন। তার কাছ থেকে ৭২ কেজি ৭৫৯ গ্রাম ওজনের ৬২৪টি সোনার বার এবং একটি রাম দা উদ্ধার হয়।
উদ্ধার করা সোনার দাম প্রায় ৩৫ কোটি ৭৭ লাখ টাকা।
আটক ব্যক্তির নাম মো. মহিউদ্দিন (৩৫)। তিনি শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মো. তোজাম্মেলের ছেলে। উদ্ধার করা সোনা ও রাম দাসহ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হচ্ছে বলে জানান লে. কর্নেল আরিফুল।
Check Also
৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …