চট্টগ্রামে সেপটিক ট্যাংকে পড়ে ২ ভাইসহ ৩ জনের মৃত্যু

ক্রাইমবার্তা  ডেস্করিপোট:

চট্টগ্রাম: নগরের খুলশী থানার ঝাউতলা এলাকায় সেপটিক ট্যাংকে পড়ে তিন তরুণের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

শুক্রবার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে স্থানীয় ডিজেল কলোনির পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইমরান হোসেন ইমু (২৯), মো. রুবেল প্রকাশ ড্যানিস (২০) এবং মো. সিফাত (১৫)। এদের মধ্যে ইমু ও ড্যানিস ভাই। তারা আকরাম হোসেনের ছেলে। সিফাতের বাবা মিজানুর রহমান।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, বিকেলে ফুটবল খেলার সময় তাদের বল সেপটিক ট্যাংকে গড়িয়ে পড়ে। বলটি নিতে গিয়ে সিফাত সেপটিক ট্যাংকে পড়ে যায়। তাকে উদ্ধার করতে ইমু ও রুবেল সেপটিক ট্যাংকে নামে। এ সময় গ্যাসের কারণে তিনজনই গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় ফায়ার স্টেশনের লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে আনলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

Check Also

সাতকানিয়ায় পরিকল্পিত হত্যাকাণ্ড দুই জামায়াত কর্মী হত্যার নিন্দা ও প্রতিবাদ

সাতকানিয়া সংবাদদাতা : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চনখোলা গ্রামের দুই ব্যবসায়ী নেজাম উদ্দিন ও আবু ছালেককে ষড়যন্ত্রমূলকভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।