সাভারে ৮ ডাকাত আটক, গরু উদ্ধার

ক্রাইমবার্তা ডেস্করিপোট:

সাভারে অভিযান চালিয়ে ডাকাত দলের আট সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর ও সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় ডাকাতি হওয়া ট্রাকসহ প্রায় ৩০ লাখ টাকা মূল্যের তিনটি গরু উদ্ধার করা হয়েছে।

আটককৃত ডাকাত দলের সদস্যরা হচ্ছেন- জুয়েল (৩৫) আলামিন (২৫), সায়েদ (২৮), জসিম (২৭), সোহেল সরদার (২৭), রাসেল (২৬), সুমন (২৯) ও কাউছার (২৭)। পুলিশ জানায়, গত ৩ আগস্ট রাতে টাঙ্গাইল থেকে একটি ট্রাকে তিনটি গুরু নিয়ে জাকির হোসেন নামের এক ব্যক্তি ঢাকার উদ্দেশে রওনা দেন। রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজের কাছে পৌঁছলে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা ডাকাতদলের সদস্যরা তাদের গতিরোধ করে।

এসময় অস্ত্রের মুখে জিম্মি করে চালক ও মালিককে রেখে ট্রাক নিয়ে পালিয়ে যায় ডাকাতদলের সদস্যরা।

ঘটনায় পরদিন গরু ব্যবসায়ী জাকির হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা করেন।

মামলা দায়েরর পর সাভার মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে আমিনবাজারের বসিলা এলাকা থেকে জুয়েল নামের ডাকাতদলের এক সদস্যকে আটক করে।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত সাভারের বিভিন্ন এলাকা ও মোহাম্মদপুর থেকে ডাকাত দলের আরও সাত সদস্যকে আটক করে পুলিশ।

এছাড়াও বসিলা এলাকা থেকে ট্রাকসহ গরু তিনটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানার এসআই মোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ডাকাতদলের সদস্যদের আটক করে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

Check Also

সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত

মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।