চট্টগ্রামে পানির ট্যাংকে নেমে প্রাণ গেল দুই ভাইসহ তিনজনের

চট্টগ্রাম নগরের খুলশী থানার নিউ ঝাউতলা ডিজেল কলোনি এলাকায় একটি পানির খালি ট্যাংকের ভেতর নেমে দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে এলাকার মসজিদ কলোনি মাঠে ফুটবল খেলার সময় এ ঘটনা ঘটে। গ্যাসের বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারণা।

মারা যাওয়া তিনজন হলেন মো. ইমরান হোসেন (২৫), মো. রুবেল (১৮) ও মো. সিফাত (১২)। এদের মধ্যে ইমরান ও রুবেল আপন ভাই। বাবার নাম আফজাল হোসেন। সিফাতের বাবার নাম মো. মিজানুর রহমান। তাঁরা সবাই ওই কলোনি এলাকার বাসিন্দা।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিউ ঝাউতলা ডিজেল কলোনি জামে মসজিদের উপদেষ্টা হায়দার হোসেন বলেন, বিকেলে মসজিদের মাঠে স্থানীয় কিশোর এবং তরুণেরা ফুটবল খেলছিল। বল খুঁজতে একপর্যায়ে ইমরান হোসেন পাশের পানির ট্যাংকের ভেতর নামেন। কিছুক্ষণ পর দুজন ট্যাংকে ইমরানকে খুঁজতে নেমে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাঠের এক পাশে মসজিদের পানি ধরে রাখার জন্য মাসখানেক আগে এই ট্যাংক নির্মাণ করা হয়। ট্যাংকটি এখনো খালি। ট্যাংকের ওপরে একটি কাঠের ঢাকনা ছিল। ঢাকনাটি কিছুটা ফাঁকা করা ছিল।

অচেতন অবস্থায় উদ্ধার করে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১০ আগস্ট। ছবি: প্রথম আলোঅচেতন অবস্থায় উদ্ধার করে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১০ আগস্ট। ছবি: প্রথম আলো

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন  বলেন, প্রাথমিকভাবে গ্যাসের বিষক্রিয়া বা অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সম্ভবত বল খোঁজার জন্য ইমরান নামের ছেলেটি ওই ট্যাংকে নেমেছিলেন। তাঁকে উঠতে না দেখে অপর দুজন ট্যাংকে নামেন।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ওই তিনজনকে পৌনে ছয়টার দিকে হাসপাতালে আনা হয়। এ সময় তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Check Also

এমপি জগলুলের ভাই জহিরুল হায়দার বাবু গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগর ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম জরুহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।