থেমে নেই মৃত্যুর মিছিল: দুই দিনে সড়কে নিহত ১৩ জন

ক্রাইমবার্তা ডেস্ক রিপোর্ট:  সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া, লালমনিরহাট, খাগড়াছড়ি, মৌলভীবাজার, সাদুল্যাপুর, মুন্সীগঞ্জ, সাভার, তাহিরপুর ও মুলাদীতে আওয়ামী লীগ নেতাসহ ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৯ জন। বৃহস্পতি ও শুক্রবার এসব দুর্ঘটনা ঘটে।  প্রতিনিধিদের পাঠানো খবর-

লালমনিরহাট : লালমনিরহাটে পাথর বোঝাই ট্রাকচাপায় রিকশাচালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় দুর্ঘটনাস্থল থেকে পালানোর সময় ঘাতক ওই ট্রাকের ধাক্কায় একটি অটোরিকশা উল্টে আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের লালমনিরহাট সদর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালমনিরহাট শহরের বিজিবি ক্যান্টিনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি গ্রামের জাহাঙ্গীর আলম প্রধান, একই উপজেলার পৌর এলাকার মাস্টারপাড়ার মোতালেব হোসেন ও শহরের খাতাপাড়ার এলাকার রিকশাচালক দুলাল মিয়া।

খাগড়াছড়ি : খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে হাফিজ উল্লাহ খোকন নামে একজন নিহত ও অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। খাগড়াছড়ির আলুটিলা এপিবিএন ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজ উল্লাহ খোকন পেশায় মাছের পোনা বিক্রেতা। তিনি কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার গোত্রশাল উত্তরপাড়ার মৃত আকবর আলীর ছেলে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাদমান ইশরাক ও মোহাম্মদ হাসানের নেতৃত্বে অ্যাডভেঞ্চার ক্লাব সংগঠনের আয়োজনে ৪৫ ছাত্রছাত্রী বেড়ানোর উদ্দেশে খাগড়াছড়ি আসছিল বলে জানা গেছে।

জানা গেছে, ‘কিরণ-বর্ণিতা’ নামের শিক্ষার্থীদের বহনকারী বাসটি ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই বাসচাপায় প্রাণ হারান হাফিজ উল্লাহ খোকন। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ আহত এবং নিহতদের খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। আহতরা হলেন- এহসান, শারমিন আকতার, মোহাম্মদ হাসান, মো. ইকবাল হোসেন, রিশাদুল ইসলাম, তাজিন, ইসরাত জাহান, আতাহার মাসুম, নয়ন দাশ, সাব্বির ইসলাম ও আমিনুল হক তুষার। অন্যদের নাম জানা যায়নি।

মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাহাব উদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সিলেটের প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সাহাব উদ্দিন ফতেহপুর গ্রামের মৃত নুর মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে সড়ক দুর্ঘটনায় সাহাব উদ্দিন গুরুতর আহত হন।

গাইবান্ধা : সাদুল্যাপুর উপজেলায় রংপুর-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী নৈশ কোচ উল্টে শিশুসহ চালকের সহকারী নিহত ও ১৫ যাত্রী আহত হয়েছেন। রংপুর-বগুড়া মহাসড়কের ধাপেরহাট বাজার আরভি কোল্ড স্টোরসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পঞ্চগড় সদর উপজেলার কদরকান্দি এলাকার জাবেদ আলীর ছেলে বাসের সহকারী সাইফুল ইসলাম ও ঢাকার মিরপুর-১১ এর রহমত ক্যাম্পের সরফরাজ মিয়ার মেয়ে চাঁদনী আকতার।

তাহিরপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জে পল্লী বিদ্যুতের লরি খাদে পড়ে ১ জন নিহত ও অপর ৭ ব্যক্তি আহত হয়েছেন। সুনামগঞ্জ-সিলেট সড়কের ইকবাল নগর এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহতের নাম ভানু দাস (৩৫)। তিনি সদর উপজেলার মোল্লা ইউনিয়নের ইছাগড়ি গ্রামের সুরঞ্জিত দাসের ছেলে।

মুলাদী (বরিশাল) : মুলাদীতে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে মুলাদী সদর ইউনিয়নের দড়িচর লক্ষ্মীপ্রু নয়ঘর এলাকায় ইজিবাইক ও টমটমের সংঘর্ষে ওই গ্রামের নাইম আহত হয়। শুক্রবার নাইম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আবেদা খাতুন নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। উপজেলার ধরখার-আখাউড়া সড়কের হাসিমপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। আবেদা জেলার সদর উপজেলার কান্দিপাড়ার আবদুল হাকিমের স্ত্রী। এছাড়া কুমিল্লা-সিলেট মহাসড়কের পুনিয়াউট মোড়ে বাসচাপায় অটোরিকশা চালক মানিক মিয়া নিহত হয়েছেন। আহত হয়েছে অটোরিকশার তিন যাত্রী। মানিক সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের হাদিস মিয়ার ছেলে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ ও বাস ভাংচুর করে।

মুন্সীগঞ্জ : সদর উপজেলার মিরসরাইয়ে অটোরিকশার ধাক্কায় শাহিনা আক্তার নামে একটি শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শাহিনা আক্তার মিরসরাই এলাকার ইব্রাহীমের মেয়ে।

সাভার : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে তিনটি ট্রাকের সংঘর্ষে আশরাফ গাজী নামের এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক চালকসহ ৫ জন। নিহত ওই ট্রাক চালক বাগেরহাট জেলার চিতলমারী থানার আডুয়ারনী চড়পাড়া গ্রামের চাঁন মিয়া গাজীর ছেলে। শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

Check Also

প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর : আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।