যশোর প্রতিনিধি: র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা ২২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ মাসুদ রানা। সে সদর উপজেলার সুলতানপুর গ্রামের নওশের আলী মোল্লার ছেলে।
শনিবার দুপুরে র্যাব-৬ যশোর ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন ১২নং ফতেপুর ইউনিয়নের সুলতানপুর ১নং ওয়ার্ডের সাবেক মেম্বর মোঃ নুরুল ইসলাম এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে জানতে পারে র্যাব। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম সেখানে অভিযানে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় সন্দেহভাজন মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ রানা (২৮) কে আটক করে তারা। পরে তার দেহ তল্লাশী করে পরিহিত জিন্সের ফুল প্যান্টের পকেটে ছোট পলিথিনের প্যাকেটে রক্ষিত ২২পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানায় র্যাব। #