যশোর প্রতিনিধি: যশোরে বিদেশি পিস্তল, ম্যাগজিনসহ কবির চৌধুরী নামে এক দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিনগত গভির রাতে উপশহর ই-ব্লকে মেম্বারের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
কবির চৌধুরী শহরের শংকরপুর গোলপাতা মসজিদের পাশের কেনায়েত চৌধুরীর ছেলে।
নূতন উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, পুলিশের কাছে গোপন খবর ছিল উপশহরের ই-ব্লকে খায়রুল মেম্বারের বাড়ির সামনে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে অবস্থান করছে বড় ধরনের কোনো অপরাধমূলক কর্মকান্ড ঘটানোর জন্য। এসময় তিনি কোতয়ালী থানা পুলিশের সহযোগিতা নিয়ে সেখানে অভিযান চালান। অভিযানকালে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ কবির চৌধুরী নামে ওই সন্ত্রাসীকে আটক করা হয়।
পুলিশ বলছে, কবির চৌধুরীর বিরুদ্ধে যশোর কোতয়ালীসহ বিভিন্ন থানায় অস্ত্রবাজিসহ অনেক মামলা রয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
Check Also
সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত
মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …