রাজাপুরে শিল্প মন্ত্রী আমির হোসেন আমু এমপির নাম ভাঙ্গিঁয়ে অনুষ্ঠান আয়োজনে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ক্ষোভ

রাজাপুর প্রতিবেদকঃ স্বাধীন বাংলার মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ৪৩তম মৃত্যু বার্ষিকীর জাতীয় শোক দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে রাজাপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন এক জরুরী প্রস্তুতি সভায় অনুষ্ঠিত হয়। ১১আগষ্ট ২০১৮ তারিখ সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো.মনিরুজ্জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো.নুরুল ইসলাম খলিফা, সাধারণ সম্পাদক এ্যাড.খায়রুল আলম সরফরাজ জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো.মজিবুল হক কামাল,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, জেলা পরিষদ সদস্য আব্দুস সোবহান খান,আওয়ামী যুবলীগ সভাপতি আসলাম হোসেন মৃধা,৬ নং মঠবাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার,১নং সাতুরীয়া ইউপি চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমানসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় জাতীয় শোকের মাসে সাউথ স্টার ক্যাবল নেটওয়ার্কের উদ্ভোধনী অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত গ্রহন এবং শোকের মাসে এধরনের অনুষ্ঠান আয়োজন কারীদের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইলে তিনি বলেন, শিল্প মন্ত্রী আমির হোসেন আমু এমপির আজ রাজাপুরে কোন প্রোগ্রাম সম্পর্কে আমি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসাবে অবগত না।এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি যেহেতু রাজাপুর-কাঠালিয়া আসনের মাননীয় সাংসদ বিএইচ হারুন মহোদয়কে অবগত না করায় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সাউথ স্টার ক্যাবল নেটওয়ার্কের উদ্ভোধনী অনুষ্ঠান বর্জন করার সিদ্ধান্ত গ্রহন করি।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।