ঈদুল আজহা ২২ আগস্ট

ক্রাইমবার্তা রির্পোটঃ

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে ২২ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালিত হবে। রবিবার (১২ আগস্ট) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই তথ্য জানানো হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।

দেশের সাতটি বিভাগীয় ও ৬৪টি জেলা কার্যালয় থেকে চাঁদ দেখার চেষ্টা করা হয়েছে। আবহাওয়া দফতর থেকেও পর্যবেক্ষণ করা হয়েছে।
বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়।

Check Also

হাসপাতালে ভর্তি ১৮ সাতক্ষীরায় ঈদের রাতে মদপান, তিনজনের মৃত্যু

সাতক্ষীরায় ঈদের রাতে বন্ধুরা মিলে মদপানে অসুস্থ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।