যশোর প্রতিনিধি: ২৩ পিছ ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। এসময় ফিরোজ হোসেন গাজী (৩৭) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়।
সোমবার দুপুরে মাধ্যমে র্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সিনিয়র এএসপি মোঃ খোদাদাদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দিবাগত গভীর রাতে মণিরামপুর উপজেলার দোদাড়িয়া বাজার বটতলা মোড়ে একটি চায়ের দোকানের সামনে যশোর-রাজগঞ্জ সড়কের উপর কিছু ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে এমন খবর আসে র্যাবের কাছে। এই খবরের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র্যারেব উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ফিরোজ হোসেন গাজীকে আটক করে র্যাব। আটকের পর তার দেহ তল্লাশী করে শার্টের পকেট থেকে ২৩ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আটক ফিরোজ কোতয়ালী থানার সিরাজসিংগা গ্রামের মোঃ মোবারক আলী গাজীর ছেলে। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হবে বলে জানায় র্যাব। #
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …