ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

ফিরোজ হোসেন: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাতক্ষীরা শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাক্ষীরায় এ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান শেখ আব্দুস সালামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপতালের সহকারী অধ্যাপক ডা. মো. আলমগীর কবির, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাক্ষীরার প্রশাসনিক ইনচার্জ মো.আনোয়ারুল হুসাইন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আরডিএস শাখার ইনচার্জ এস,এম ইয়াকুব আলী। কুরআন তেলাওয়াত করেন সিনিয়র ফিল্ড অফিসার মো. জিল্লুর রহমান। ক্যাম্পে রোগী দেখেন ডা. মো. আলমগীর কবির। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প কর্মকর্তা আব্দুস সবুর, ছুরমান আলী, আ: আজিজ, আছির উদ্দীন,জাহাঙ্গীর আলম প্রমুখ অনুষ্ঠিত ক্যাম্পে ১০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র ও ঔষধ সরবরাহ করা হয়। এসময় বক্তারা বলেন ইসলামী ব্যাংক একটি আদর্শ গ্রাম উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছে। দেশের অর্থনীতির চাকাকে বেগবান করতে এই ব্যাংক ব্যাপকহারে কাজ করে যাচ্ছে। আর্তমানবাতার সেবা হিসেবে ইসলামী ব্যাংক চক্ষু ক্যাম্প করে অসহায় দুস্থ মানুষের পাশে দাড়িয়েছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী প্রকল্প কর্মকর্তা আব্দুস সবুর।

 

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।