সাতক্ষীরা জামায়াতের আমির ও শিবির নেতা গ্রেফতার!

ক্রাইমবার্তা ডেস্করিপোট: জেলা জামায়াতের নায়েবে আমির ও শিবিরের সহসভাপতিসহ দুই জনকে অস্ত্র ও সাংগঠনিক বইসহ গ্রেফতার করার দাবী করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ(ডিবি) ।মঙ্গলবার রাতে  শহরের অদুরে রাজারবাগান এলাকার বাড়িতে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির আরিফুল ইসলাম ও  ছাত্র শিবিরের জেলা সহ-সভাপতি আজহারুল ইসলাম।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলি আহমেদ হাসেমী বলেন, জামায়াত ও শিবিরের বেশ কয়েকজন সদস্য রাজারবাগান এলাকার একটি বাড়িতে গোপন বৈঠকে মিলিত হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।
এ সময় কয়েক জন পালিয়ে গেলেও হাতেনাতে ধরা পড়েন দুজন। তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান এক রাউন্ড গুলি ও বেশ কিছু পরিমাণ সাংগঠনিক বই জব্দ করা হয়েছে। সাতক্ষীরা জামায়াতের এক দায়িত্বশীল জানান, আটককৃতরা কেউ জামায়াতের দায়িত্বশীল নন। এমনকি জামায়াতের কোন পদেও নেই।

Check Also

সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।

স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।