তরিকুল ইসলাম তারেক, যশোর: যশোর সদর-৩ আসনের সাবেক সাংসদ আওয়ামী লীগ নেতা খালেদুর রহমান টিটো যথাযোগ্য মর্যাদায় এবং বড় ধরনের শোডাউনের মাধ্যমে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করতে যাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ইতোমধ্যে শহরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি সংবলিত বড় বড় সাইনবোর্ড সাটিয়েছেন তিনি।
তার ছেলে মাশুক হাসান জয়ের সাথে কথা বলে জানা যায়, তার বাবা নিজের রাজনৈতিক অবস্থান জানান দিতে ১৫ আগস্ট সকালে তার দলীয় অনুসারিদের নিয়ে বিশাল মিছিল সহকারে শহরের গরিবশাহ রোডে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বিকালে শহরের ভোলাট্যাংক রোডস্থ নিজ বাস ভবনের পাশে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের যশোর-৩ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী খালেদুর রহমান টিটো। এছাড়া জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন। সেখানে কাঙালী ভোজের ব্যবস্থা থাকবে। #
Check Also
আশাশুনিতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনিতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক …