ক্রাইমবার্তা ডেস্করিপোট: সাতক্ষীরা প্রেসক্লাবে শোকদিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি ঃ বাঙ্গালি জাতিস্বত্ত্বার স্বাধিকার অর্জনই ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সংগ্রামের এক ও অভিন্ন লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি জীবনব্যাপী জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন। প্রতিবাদী ভাষা দিয়ে তিনি পাকিস্তানিদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন। তাদেরকে ইতিহাসের আস্তাকুঁড়ে ছুড়ে ফেলেছেন। সেই প্রতিবাদী মানুষ হিমালয়তুল্য মানবসন্তান যিনি মহীরুহের মতো আমাদের মাথায় ছাতা ধরেছিলেন সেই বীর পুরুষকে হত্যা করে কাপুরুষরা নিন্দিত ও ঘৃণিত হয়ে বিশ্বাসঘাতক মীরজাফর হয়েছে। তারা ফাঁসির রজ্জুতে ঝুলেছে আর না হয় বর্জ্যে নিক্ষিপ্ত হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিক জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন সাংবাদিক নেতৃবৃন্দ। প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের এ সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবদুল বারী সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী , সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম, দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, প্রেসক্লাব সহসভাপতি আবদুল ওয়াজেদ, প্রবীন সাংবাদিক অরুন ব্যানার্জি, সাবেক সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী প্রমুখ। ##
সাতক্ষীরায় জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত
সাতক্ষীরায় নানা কর্মসুচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিতে সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ্উপস্থিত ছিলেন।
র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রিফাত আমিন, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদও উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জোছনা আরা প্রমুখ। আলোচনাসভা শেষে কাঙালী ভোজ বিতরন করা হয়
##
সাতক্ষীরা জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের জাতীয় শোক দিবস পালিত
সাতক্ষীরা প্রতিনিধি ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন মিলাদমাহফিল, র্যালী, আলোচনাসভা ও শ্রমিকদেও মধ্যে খাবার বিতরন করেছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় সংগঠনটির নারিকেলতলা কার্যালয় থেকে একটি শোক র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এসে শেষ হয়। পওে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনটির সভাপতি আব্দুর রকিব, সাধারন সম্পাদক গোলাম কাদের কাদু, যুগ্নসাধারন সম্পাদক শেখ জাকির হোসেন, কোষাধ্যক্ষ আশরাফুজ্জামান ময়না, মোঃ আশারাফ আলী প্রমুখ। পওে সেখানে মিলাদ মাহফিল শেষে শ্রমিকদের মাঝে খিচুড়ি বিতরন করা হয়।##
জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভায় এমপি রবি
মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৮ উপলক্ষে জাতীয় হিফজ প্রতিযোগিতা,আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের সাতক্ষীরা উপপরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন,‘১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাবিধূর ও কলঙ্কজনক অধ্যায়। জাতির পিতার সারাজীবনের স্বপ্ন ছিল ‘সোনার বাংলা’ গড়ার। আমাদের দায়িত্ব হবে বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে দেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করে জাতির পিতার সেই স্বপ্ন পূরণ করা। ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শ্যের মৃত্যু ঘটাতে পারেনি। বঙ্গবন্ধুর ত্যাগ ও তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ বাঙালি জাতির অন্তরে অনুকরণীয় হয়ে আছে। আসুন আমরা জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে তাঁর স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করি। ক্ষুধাম্ক্তু, দারিদ্র্যমুক্ত, শান্তিপূর্ণ, সমৃদ্ধ, অসম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার এ সংগ্রামে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমাদের অবশ্যই জয়ী হতে হবে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠা বাঙালির হাজার বছরের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন। আর এই অর্জনের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবনে জনগণের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা এবং দেশপ্রেম আজও নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমান, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শেখ তহিদুর রহমান ডাবলু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. হাসানুজ্জামান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মো. আবুল কালাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. হাসানুজ্জামান।
###
জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বদরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, যুগ্ম সম্পাদক তৈয়ব হাসান, কোষাধ্যক্ষ শাহ্ আলম হাসান শানু, নির্বাহী সদস্য ইদ্রিস বাবু, রুহুল আমিন, মো. আলতাফ হোসেন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, রফিকুর রহমান লাল্টু, ইকবাল কবির খান বাপ্পি, কবিরুজ্জামান রুবেল, কাজী কামরুজ্জামান, মনিরুজ্জামান কাকন, হাফিজুর রহমান খান বিটু, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর সহ ক্লাব/সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও খেলোয়াড়, মিডিয়া ও স্থানীয় রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পলাশপোল তেতুলতলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম।
###
জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ সোনালী ব্যাংক শাখার উদ্যোগে আলোচনা সভা ও খাদ্য বিতরণ
স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বঙ্গবন্ধু পরিষদ সোনালী ব্যাংক শাখার আয়োজনে ব্যাংক প্রাঙ্গণে সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম প্রমুখ। আলোচনা সভা শেষে অসহায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
###
জেলা শ্রমিক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালিত
মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা পাওয়ার হাউজ চত্বরে জাতীয় শোক দিবস প্রস্তুতি কমিটির আহবায়ক ও জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহাঙ্গীর হোসেন শাহীন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, সহ-সভাপতি এপিপি এড. শেখ তামিম আহমেদ সোহাগ, বিকাশ দাস, মো. রেজাউল ইসলাম, শাহজালাল, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদ হোসেন খান, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, জেলা শ্রমিক লীগের সহ-সম্পাদক মো. গাউস আলী সরদার, সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান মুকুল, কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ, দেবহাটা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিবুর রহমান আলিম, কলারোয়া উপজেলা শ্রমিক লীগের আব্দুর রহিম, পাটকেলঘাটা শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম, তালা উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর জব্বার, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডশ্রমিক লীগ সিবিএ (১৮৮৭) এর সভাপতি শেখ নুরুল্লাহ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, লেবার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, রিকসা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিলন হোসেন প্রমুখ। ১৫-ই অগস্ট সকাল ০৯টায় সাতক্ষীরা পাওয়ার হাউজ চত্বরে জেলা শ্রমিক লীগের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্প্য মাল্য অর্পণ এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এসময় জেলা শ্রমিক লীগের অন্তভূক্ত সকল বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় শোক দিবসে জেলা ছাত্রলীগের উদ্যোগে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ
আব্দুর রহিম : মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দুঃস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা ছাত্রলীগের আয়োজনে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক। এসময় উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসাইন সুজন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্ররীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের সভাপতি শেখ মাহমুদুল হাসান, কাজী সাদিকুজ্জামান, নাইম সরোয়ার, মৃনাল মন্ডল, আলিফ খান, মোফাজ্জল হোসেন সুজন প্রমুখ।