বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে কালিগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন।
হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি।
কালিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গভীর শোক, শ্রদ্ধা ও ভালবাসায় পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস । এ উপলক্ষে বুধবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে বর্ণ্যাঢ্য র্যালী বাহির হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে। পুস্পমাল্য অর্পন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর আহম্মেদ মাছুম, থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মাদ রাজিব হোসেন সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, আওয়ামীলীগের উপজেলা কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদীর নেতৃত্বে পিরোজপুর মোড়ে শোক দিবসে পৃথক পৃথক ব্যানারে দিবসটি যথাযোগ মর্যাদায় পালন করে।