তরিকুল ইসলাম তারেক, যশোর: বিশাল শোডাউনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জাতীয় শোক দিবসের কর্মসূচি শুরু করেন যশোর-৩ সদর আসনের সাবেক এমপি জেলা আওয়ামীলীগ নেতা খালেদুর রহমান টিটো। বুধবার বেলা ১২টায় জেলা আওয়ামীলীগের ব্যানারে তার দলীয় নেতা কর্মীদের নিয়ে বাসা থেকে বিশাল মিছিল বের করেন তিনি। কয়েক হাজার নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের প্রাণ কেন্দ্র দড়াটানা ঘুরে গরিবশাহ সড়কে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
পরে হরের ভোলাট্যাংক রোডের বাস ভবন এলাকায় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। এছাড়া সেখানে মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণে অংশ নেন টিটো।
এছাড়া শোক দিবস উপলক্ষ্যে যশোরে ব্যাপক আয়োজন ছিল চোখে পড়ার মত। জেলা, থানা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়নে আওয়ামীলীগ নেতাকর্মীরা শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর শ্রদ্ধায় কুরআন তেলাওয়াত, দোয়া মাহফিল, আলোচনা সভা ও খাবার রান্না করে সাধারণ মানুষের মাছে বিতরণ করেন। মাইকে বাজানো হয় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ভাষণ, দেশের গান এবং কুরআন তেলাওয়াত। শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় দিবসটি। #
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …