আমেরিকা থেকে আনা ১১ ফুট লম্বা ও ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার বাহাদুর বিক্রি হল ২৮ লাখ টাকায়

ক্রাইমবার্তা ডেস্করিপোট:     ট্রাক নয়, ট্রলার নয় সুদুর আমেরিকার টেক্সাস থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে আনা হয়েছে বিশাল আকৃতির গরু। যার ওজন প্রায় এক হাজার ৫৫২ কেজি। ১১ ফুট লম্বা ও ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার গরুটির নাম রাখা হয়েছে ‘বাহাদুর’। রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রো লিমিটেড এর কর্ণধার মোঃ ইমরান হোসেন এবছর কোরবানীর বাজার মাতাতে আমেরিকার টেক্সাস থেকে নিয়ে আসেন ব্রাংগাস প্রজাতির বাহাদুরকে। তবে হাটে নেয়ার আগেই বিক্রি হয়ে যায় বাহাদুর। শিল্পপতি শাকের আহমেদ ২৮ লাখ টাকায় কিনে নেন বাহাদুরকে।

বুধবার মোহাম্মদপুর বেড়িবাঁধ ভাঙ্গা মসজিদের কাছে সাদিক এগ্রোতে গিয়ে দেখা যায় বাহাদুরের জন্য আলাদা করে ঘর তৈরী করা হয়েছে। যার চারপাশে শা শা করে ঘুরছে একাধিক সিলিং ও ষ্ট্যান্ড ফ্যান। পরিস্কার মেঝেতে দাঁড়িয়ে তার পছন্দের খাবার খাচ্ছে।

সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন নয়া দিগন্তকে জানান, বাহাদুরের প্রতিদিনের তালিকায় থাকে প্রায় ৫৫ কেজি খাবার। যার মধ্যে থাকে ২০ কেজি কাচা ঘাস। এছাড়া কাচা ছোলা, মুসুর-খেসাড়ির ডাল, চাউল ও গম খেয়ে থাকে বাহাদুর। ফলের মধ্যে আপেল তার প্রিয় খাবার। তবে আপেলের সাথে প্রতিদিন তাকে গাজর ও মিষ্টি কুমড়া খাওয়ানো হয়। এছাড়া বিভিন্ন দানাদার জাতীয় খাবার তো রয়েছেই। তিনি আরো বলেন, আমেরিকার টেক্সাস এর একটি খামার থেকে প্রায় একমাস আগে ক্রয় করেন বাহাদুরকে। এরপর কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে ঢাকায় আনায় হয় তাকে। বিমানে ওঠানোর জন্য ৩০০ ডলার খরচ করে একটি বিশেষ আকৃতির খাঁচা তৈরী করা হয় বাহাদুরের জন্য। যাতে করে বিমানের মধ্যে সে কোন ধরনের অসুবিধবার সৃষ্টি করতে না পারে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে নিয়ে আসেন ব্রাংগাস প্রজাতির বাহাদুর

ইমরান বলেন, বাহাদুরকে আমেরিকা থেকে আনতে বিমান ভাড়া ও অনুসঙ্গিক খরচ পড়েছে প্রায় ১১ লাখ টাকা। এ বছর কোরবানীর বাজারে তিনি বাহাদুরের দাম হাকিয়ে ছিলেন ৪০ লাখ টাকা। শেষ পর্যন্ত শিল্পপতি শাকের আহমেদ ২৮ লাখ টাকায় কিনে নেন গরুটি। এর আগে গত বছর কোরবানীর আগে ইমরান হোসেন আমেরিকা থেকে সুলতান নামে আরো একটি গুরু এনেছিলেন। তবে সুলতান বাহাদুরের চাইতে ছোট ছিলো।

আরো পড়ুন : কোরবানির হাট কাঁপাবে রাজাবাবু, সিনবাদ ও সম্রাটরা
সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা (১৪ আগস্ট ২০১৮, ১৬:৩৮)

ভারতীয় পশু অবৈধভাবে দেশে প্রবেশের আশংকায় সাটুরিয়া উপজেলার ঈদকে সামনে রেখে বেশী ওজনের ষাঁড় ও অন্যান্য পশু উৎপাদনকারী খামারিরা শংকিত হয়ে পড়েছেন। তবে উপজেলা প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তারা দাবী করছেন ঈদুল আযহার ৩-৪ দিন আগেই সব পশু বিক্রি হয়ে যাবে।

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে ঘুরছে দেশের সবচেয়ে বেশী ওজনের তাকমা পাওয়া রাজাবাবু, সিনবাদ, কালোচাঁদ, ডন ও সম্রাট নামক কোরবানির পশুর নিউজ। ফেসবুকে নিউজ ফিড শুধু সাটুরিয়া উপজেলায় দেশীয় পদ্বতিতে ঈদের হাটে বিক্রি করা উপযোগী ষাঁড়ের নিউজ লিংক। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ঝড় বইছে। দেশের ১ম সারির বেসরকারী টেলিভিশনগুলোতে প্রচারিত হচ্ছে বিচিত্র এইসব কোরবানির পশুর নিউজ। দেশের নামকরা প্রিন্ট ও অনলাইন পত্রিকায় প্রকাশিত হচ্ছে এসব কুরবানীর পশুর খবর। অপরদিকে ইউটিউব চ্যানেলও পিছিয়ে নেই । তাছাড়া ফেসবুক পেজ ও গ্রুপে চলছে এর ওজন নিয়ে তুমুল ঝড়। কিন্তু এত কিছুর পরও এখন পর্যন্ত জাতীয় পর্যায়ে পরিচিত পাওয়া কোরবানির পশুগুলো বিক্রি করতে পারেননি কোন খামারি।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার প্রাণী সম্পদ অফিসের ভেটেনারী সার্জন ডা. মো. সেলিম জাহান বলেন, আসন্ন ইদুল আযহাকে সামনে রেখে এ উপজেলার ৯টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় ৩০ টি খামারে ৬ হাজার ২২৯ টি পশু লালন পালন করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৬২৩ টি ষাঁড়, ৩১৫ টি গাভি, ১৫৫ টি বলদ রয়েছে। ২ হাজার ১৬৫টি ছাগল ও ভেড়াও রয়েছে। বিভিন্ন গো খাদ্যের পরার্মশসহ নিয়মিত ভ্যাকসিন দেওয়া হয়েছে এসব খামারে।

রাজাবাবু, সিনবাদ, ডন ও সম্রাট। 

এ কর্মকর্তা আরো বলেন, বাংলাদেশসহ দেশের বিভিন্ন দেশে এই মুহুর্তের ভাইরাল হওয়া খবর হচেছ সাটুরিয়ার উৎপাদিত বিভিন্ন ষাঁড়ের নাম। গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত নিউজ লিংক ফেসবুকে শেয়ার করায় প্রতিদিন দেশ এবং দেশের বাহিরে থেকে প্রতিদিন শত শত ফোন আসছে খামারির মালিকদের নিকট। কিন্তু ঈদের হাট এখনও জমে উঠেনি এবং ভারতীয় পশু দেশে প্রবেশের আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন তারা। কিন্তু আর ৪-৫ দিন পরেই ঈদের হাট জমে উঠলে এ আশঙ্কা অনেকটাই কেটে যাবে।

সাটুরিয়া উপজেলার বিভিন্ন খামারি এবং সংবাদকর্মীদের সাথে কথা বলে যানা যায়, ২০১৫ সালে সাটুরিয়া উপজেলার বালিয়াটী গ্রামের তারা মিয়া তার ৯ ফুট লম্বা ও ৮ ফুটের প্রস্থের একটি ষাঁড় ২২ লক্ষ টাকা দাম হাঁকিয়ে আলোচনায় আসেন। সেই সময়ে তিনি সকল জাতীয় পত্রিকা ও অনলাইন সংস্ক্রনে প্রকাশিত হওয়ায় আলোচনায় আসেন।

২০১৬ তে দিঘুলিয়া ইউনিয়নের দেলুয়া গ্রামের পরিস্কার বিবির লক্ষিসোনা নিয়ে নিউজ প্রকাশিত হয়ে আলোচনায় আসেন। পরে সেই লক্ষিসোনা ১০ লক্ষ টাকা বিক্রি করে সমালোচকদের জবাব দেন। পরের বছর ৩৯ মণ ওজনের রাজাবাবুও নিয়ে সারা দেশে আলোচনায় আসেন। কিন্তু কাঙ্খিত দাম না পাওয়ায় বিক্রি করেননি। লালন-পালন করেন আরও এক বছর । সেই রাজাবাবুর ২০১৮ তে ওজন এখন ৫২ মণ। প্রায় গণমাধ্যমে নিউজ প্রচারিত ও প্রকাশিত হলেও এখন পর্যন্ত কোন ব্যবসায়ীরা দেখা পাননি খামারি খান্নু মিয়া।

চলতি ঈদুল আযহার হাটে বিক্রি করতে প্রস্তুত রয়েছেন সে সব ষাঁড় রয়েছেন সম্রাট তাদের মধ্যে অন্যতম। এটির মালিক সাটুরিয়ার সীমান্তবর্তী এলাকার ধামরাই উপজেলার নান্দেশরী গ্রামের বীর মুক্তিযোদ্ধা এম, এ কুদ্দুছ। সম্রাটের ওজন সাড়ে ৪২ মণ। এ ষাঁড় কিনতে চাইলে ০১৭৪০৮২০৮৪৭ নাম্বারে যোগাযোগ করা যেতে পারে।

সবচেয়ে বেশী আলোচনায় আছেন সাটুরিয়ার সাফুল্লি গ্রামের বিল্লাল হোসেনের ৪০ মণ ওজনের সিনবাদ। প্রতিদিন শত শত ফোন পাচ্ছেন এ সিনবাদের মালিক। ব্যতিক্রমি নাম ও সুন্দর এ ষাঁড়টি ফেসবুক, অনলাইন এবং ইউটিউবের বাজার গরম রাখলেও এখন পর্যন্ত বিক্রি করতে পারেন নি। এ ষাঁড় ক্রয় করতে চাইলে মালিক বিল্লাল হোসেনের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ০১৭২৬৬২২৫৭৩।

বালিয়াটী ইউনিয়নের সবচেয়ে বেশী ওজনের ষাঁড় গর্জনা গ্রামের বড় বাড়ীর আবুল কাশেম মেম্বারের ৩৪ মণ ওজনের কালোচাঁদের। সিন্দি জাতের কালো রংয়ের ভাল দাম পাবেন বলে দাবী করছেন মালিক। এ সম্পর্কে জানতে কল করুন ০১৭২০২৯৪৯৬১ এই নাম্বারে।

অপরদিক যারা মধ্যম ওজনের ষাঁড় কিনতে চান তাদের জন্য একই ইউনিয়নের ভাঙ্গাবাড়ীর গ্রামের যুবক মিজানুর রহমানের কালো ডন নামের ষাঁড়টি। ডনের ওজন ২৪ মণ। ডন সম্পর্কে খোঁজ নিতে মিজানুর রহমানের সাথে যোগাযোগ করতে পারবেন ০১৭৪১৭৫৯৩৭৯ নাম্বারে।

খামারির মালিকরা বলেন, আমরা বিগত ৩ বছরে সাটুরিয়ায় বেশী ওজনের ষাঁড় লালন করে ভাল দাম পেয়েছেন। এ আশায় আমরাও শুরু করি। আমাদের ৫২, ৪২, ৪০ মণ ওজনের ষাঁড় হাটে নিয়ে বিক্রি করা কষ্টসাধ্য। তাই আমরা আশা করছিলাম এসব পশু বাড়ি থেকেই বিক্রি করতে পারব। নিউজ প্রচার ও প্রকাশ হওয়ার পর থেকে শত শত ফোন পেলেও এখনও আমরা কোন ষাঁড় বিক্রি করতে পারে নি। সময় মত এসব ষাঁড় উপযুক্ত দামে বিক্রি না করতে পারলে আমরা চরম আর্থিক ক্ষতিগ্রস্ত হব।

এ ব্যাপারে ৪২ মণ ওজনের ষাঁড় সিনবাদের মালিক বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে ষাঁড়ের দাম বলছেন কিন্তু বাড়ী আসছেন কম। শুধু দেখে যাচ্ছেন হাজার হাজার মানুষ। বাড়ী থেকে কেউ কিনতে চাইলে আমি সীমিত লাভেই বিক্রি করব।

এ ব্যাপারে সাটুরিয়া উপজেলার প্রাণী সম্পদ অফিসের ভেটেনারী সার্জন ডা. মো. সেলিম জাহান জানান, সাটুরিয়াতে দেশের সর্বোচ্চ ওজন ৫২ মণের রাজা বাবু ছাড়াও ৪২, ৪০, ৩৫, ৩০ মণসহ ২০-২২ মণ ওজনের অন্তত অর্ধশতাধিক ষাঁড় রয়েছে। যা সম্পূর্ণ দেশী পদ্বতিতে বড় করা হয়েছে। আমরা আশা করছি আগামী ৩-৪ দিনের মধ্যেই এসব ষাঁড় বিক্রি শুরু হওয়ার পাশাপাশি অন্যান্য পশুও ব্যাপক হারে বিক্রি শুরু হবে ।

Check Also

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।