যশোর প্রতিনিধি: দেশব্যাপী চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে যশোরে প্রায় দেড় হাজার বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
র্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সিনিয়র এএসপি মোঃ খোদাদাদ হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সদর উপজেলার কোদালিয়া বটতলা মোড় জামে মসজিদের সামনে যশোর-মাগুরা মহাসড়কে একটি ট্রাক যোগে কিছু ব্যক্তি মাদকদ্রব্য কেনা-বেচার জন্য বহন করে নিয়ে যাচ্ছে। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জেনে বৃহস্পতিবার ভোরে ঘটনাস্থলে পৌছে টাকা বগুড়া ট-০২-০২৮৫ নম্বরের একটি ট্রাক থামানোর সংকেত দিলে পালানোর চেষ্টাকালে গাড়িটি আটক করা হয়। আটকের পর তল্লাশী করে চৌগাছা উপজেলার চানদাপাড়ার মোঃ শাহিনাল গাজীর ছেলে চালক মোঃ ইউসুফ গাজী (২০), একই গ্রামের নলীন কুমার দাসের ছেলে হেলপার শ্রী স্বপন কুমার দাস (২৩) দ্বয়কে আটক করা হয়। তাদের স্বীকারোক্তিমতে ট্রাকের মূল বডি হতে এক হাজার ৪ শত ৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে ফেনসিডিলের মালিক চৌগাছার ছুটিপুর বাসস্ট্যান্ড এলাকার জনৈক আসলামের বলে জানায়। ঢাকায় পাচারের উদ্দেশ্যে সেগুলো নিয়া যাওয়া হচ্ছিল বলেও স্বীকার করে আটককৃতরা।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …