ক্রাইমবার্তা ডেস্করিপোট: তালা: তালায় কপোতাক্ষ নদ খনন প্রকল্পের টিআরএম’র বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এতে গ্রামের রাস্তা ও ছোট-বড় কয়েকটি ঘেরসহ মাদরা ও মাদরা গুচ্ছগ্রামের প্রায় অর্ধশত বাড়ি তলিয়ে যায়। কপোতাক্ষ নদে জোয়ারের পানি বৃদ্ধি পেলে লোকালয় প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা দেখা দিয়েছে।
মঙ্গলবার (১৪ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার শালিখায় টিআরএম প্রকল্পের পশ্চিম পার্শে¦ দোহার খাল সংলগ্ন এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে।
এদিকে, বুধবার (১৫ আগস্ট) দুপুরে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। এসময় তিনি দ্রুত বাঁধ সংস্কারের জন্য সাতক্ষীরা জেলা প্রসাশন ও পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেন। এছাড়া তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোজ খবর নেন।
দোহার গ্রামের অমল বাছাড় জানান, মঙ্গলবার রাতে টিআরএম’র বাঁধ ভেঙে যাওয়ার পর বুধবার সকালে সেই স্থান পানির ¯্রােতে আরো ভেঙ্গে যায়। এরফলে কপোতাক্ষ নদের পানিতে মাদরা গুচ্ছগ্রামের রাস্তা, মাধবখালী খাল ও উত্তর বিলের কয়েকটি মৎস্য ঘের প্লাবিত হয়েছে। এছাড়া মাদরা ও মাদরা গুচ্ছগ্রামের ৫০টির মতো বাড়ি প্লাবিত হয়েছে। রাস্তা ও বাড়ি তলিয়ে যাওয়ায় ইতোমধ্যে জনভোগান্তির সৃষ্টি হয়েছে। অতি দ্রুত বাঁধ সংস্কার করা না হলে জালালপুর ইউনিয়নের দোহার বিল, মাগুরা ইউনিয়নের মাদরা বিল ও খেশরা ইউনিয়নের কলাগাছি, রাজাপুর, বিশ্বাসের চক, হরিহরনগর ও শাহপুর বিলের শত শত মৎস্য ঘের এবং বসত বাড়ি প্লাবিত হয়ে ব্যপক ক্ষয়-ক্ষতি হবে।
মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গনেশ দেবনাথ জানান, মঙ্গলবার গভীর রাতে টিআরএম’র দোহার খাল সংলগ্নে বাঁধ ভেঙে যায়। এতে কপোতাক্ষ নদের পানি মাগুরাডাঙ্গা বিল ও মাদরা গুচ্ছগ্রামে প্রবেশ করে। পানিতে বিল তলিয়ে গেলেও মাদরা গুচ্ছগ্রামের মধ্যে এখনও (এ রিপোর্ট লেখাকালিন বুধবার রাত ৮টা) পানি প্রবেশ করেনি। তবে কপোতাক্ষ নদে জোয়ারের পানি বৃদ্ধি পেলে গুচ্ছগ্রাম প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। এজন্য ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ অতিদ্রুত বাঁধটি মেরামতের দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু জানান, তাঁর ইউনিয়নের দোহার গ্রামে টিআরএম এর বাঁধ ভেঙে পানি লোকালয়ের দিকে চলে আসে। তবে টিআরএম এর বাঁধের পানি মাধবখালী খাল পড়ায় খাল দিয়ে ভাটিতে পানি নিষ্কাশন হয়ে যাচ্ছে। তবে অনতিবিলম্বে বাঁধ সংস্কার না হলে কপোতাক্ষ নদের জোয়ারের পানি খাল উপচে দোহার গ্রামের মধ্যে প্রবেশ করলে ব্যপক ক্ষয়-ক্ষতি হবে।
উল্লেখ্য, প্রায় ২৬২ কোটি টাকা ব্যয়ে কপোতাক্ষ নদ খনন প্রকল্প এর গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পাখিমারা বিলে টিআরএম বাস্তবায়ন। এই টিআরএম প্রকল্প বাস্তবায়নের জন্য পাখিমারা বিলের চারিপাশে পানি নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম করা হয়। এ কারণে প্রথম থেকেই বাঁধ ভেঙ্গে যাবার আশংকা ছিল। প্রকল্প ডিজাইন অনুযায়ী বাঁধ তৈরি না করায় ইতোপূর্বে কয়েকবার বিভিন্ন স্থানে বাঁধের ফাটল ও ভাঙন ধরে।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …