ক্রাইমবার্তা রিপোট: সাতক্ষীরা: ভাগ্য পরিবর্তন ও সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে জমিজমা বিক্রি করে নির্মাণ শ্রমিক হয়ে লুৎফর রহমান ১২ বছর আগে পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ছিল তার সুখের সংসার। সব কিছু ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ আকস্মিক এক দূর্ঘটনায় তাদের সুখের সংসারে নেমে এসেছে দুঃসহ বেদনা। গত ১১ আগষ্ট নিজ কর্মস্থলে কর্মরত অবস্থায় ছাদ থেকে পড়ে গেলে তার সহকর্মীরা তাকে মালয়েশিয়ার সেরামবান শহরে অবস্থিত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে ৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ১৫ আগষ্ট না ফেরার দেশে পাড়ি জমান তিনি। শুক্রবার দিবাগত রাত একটার দিকে মালয়েশিয়ার একটি বিমানে তার লাশ ঢাকা শাহাজালাল বিমানবন্দরে আনা হবে বলে জানিয়েছেন তার স্বজনরা। সেখান শনিবার সকাল ১০ টার দিকে তার লাশ সাতক্ষীরা শহরের গড়েরকান্দার নিজ বাড়িতে আনা হবে। বাদ যোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। এমন তথ্য জানিয়েছে পরিবারটির সদস্যরা
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …