ক্রাইমবার্তা রিপোট: শ্যামনগরে মধ্যযুগীয় কায়দায় শ্বশুর সত্তার ঢালী নিজ মেয় জামাই আব্দুস সামাদ গাজীর পায়ের নখ তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরের দিকে আশাশুনি উপজেলার নাসিমাবাদপুর গ্রামে এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় আব্দুস সামাদ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সে কাশিমাড়ী ইউনিয়নের পূর্ব কাশিমাড়ী গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে।
আহত আব্দুস সামাদ জানান, সে ভাটায় কাজ শেষে বাড়ীতে ফিরে স্ত্রী সালমাকে আনতে শশুর বাড়ীতে যায়। কিন্তু সালমা আসতে অস্বীকৃতি জানায়। সামাদ কারন জানতে চাইলে সালমা শ্বশুর শাশুরীর সাথে এক সংসারে থাকতে আপত্তি জানায়। এতে দুজনের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়। এক পর্যায়ে শ্বশুর সাত্তার ঢালী ছেলেদের সাথে নিয়ে সামাদকে চোখ বেধে বেধড়ক মারপিট করে এবং সাড়াশি দিয়ে সামাদের পায়ের পাঁচ আঙ্গুলের নখ তুলে ফেলে। সমূহ বিপদ বুঝতে পেরে সামাদ কোন রকমে ঘর থেকে দৌড়ে পার্শ্ববর্তী চোরাগাং খাল সাতরে নিজ বাড়ীতে চলে আসে। বিষয়টি কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফকে জানালে তিনি সুষ্ট বিচারের আশ্বাস দেন। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে সামাদ জানায়।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …