ক্রাইমবার্তা রিপোট: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক ও আলোচনাসভা পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি নাট মন্দির প্রাঙ্গনে সংগঠনের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, সহ-সভাপতি ও তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহ-সভাপতি মঙ্গল কুমার পাল, স্বপন কুমার শীল, এড. অনিত মুখার্জী, নয়ন কুমার সানা, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ কুমার গুহ, বিকাশ চন্দ্র দাশ, অরুন কুমার ঘোষ, রণজিৎ বৈদ্য, কৃষ্ণপদ মন্ডল, নির্মল মন্ডল, অধ্যক্ষ শীবপদ গাইন, জোৎস্না দত্ত, বিশ্বরূপ ঘোষ প্রমুখ। সভার শুরুতে নবগঠিত কমিটির সকলকে ফুলদিয়ে বরণ করে নেওয়া হয়। সংগঠনের সভাপতি মনোরঞ্জন মুখার্জী সুস্থ্যতা এবং সহ-সভাপতি গোষ্ট বিহারী মন্ডলের সহ-ধর্মীনি চায়না রানী মন্ডল সহ ইতোমধ্যেই যারা ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট প্রার্থনা করা হয়। এছাড়া আগামী ২ সেপ্টেম্বর শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের জন্য স্বপন কুমার শীল কে আহবায়ক, অধ্যক্ষ শীবপদ গাইনকে সদস্য সচিব ও কমিটির সকলকে সদস্য করে আহবায়ক কমিটি গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন। প্রেস বিজ্ঞপ্তি
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …