ক্রাইমবার্তা রিপোট:শ্যামনগর অফিস: শ্যামনগরের বসত বাড়ী বিরোধের জের ধরে প্রতিপক্ষ্যের হামলায় এক মহিলা মারাত্মক আহত হয়েছে। এঘটনায় শ্যামনগর থানায় এজাহার দাখিল করেন যতীন্দ্রনগর গ্রামের নজির আলী গাজীর পুত্র আব্দুর রহিম। এজাহার সুত্রে প্রকাশ, গত ১৭ই আগষ্ট যতীন্দ্রনগর গ্রামের জমাত আলী শেখ, আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন, সায়েম সহ কয়েক জন আব্দুর রহিমের বসত ভিটা জোর পূর্বক দখল করতে যায়। এক পর্যায়ে তারা দা, লাঠি, লোহার রড, শাবল ইত্যাদি দেশীয় মারাত্মক অস্ত্র সস্ত্র নিয়ে এলোপাতাড়ি ভাবে আব্দুর রহিমের মাতা শাহানারা বেগম (৪০) কে হামলা করে বেধহড়ক মারপিট করে রক্তাক্ত মারাত্মক জখম করে। এসময় হামলা কারীরা শাহানারা বেগমের শ্লীতাহানীর অপচেষ্টা, স্বর্ণের চেইন, নগদ টাকা সহ মূল্যবান জিনিস পত্রাদী জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায় এবং মালামাল ক্ষতি সাধন করে। তারা অনাধিকার ভাবে ঘরে প্রবেশ করে আব্দুর রহিমের কাঁকড়া ব্যবসা ও ইট ভাটার দাদন বাবদ আলমারিতে রক্ষিত ১ লক্ষ ৭০ হাজার টাকা ও ২টি স্বর্ণের আংটিও নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন যাবত বসত ভিটা বাড়ী বিরোধের জের ধরে তারা প্রায় মারপিট ও খুন জখম করার হুমকি দিয়ে আসছিল। শাহানারা বেগম শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …