দিনাজপুরের ভিজিএফের চাল ওজনে কম দেয়ার অভিযোগে পৌর মেয়র জাহাঙ্গীর আলম গ্রেফতার

জনগণের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল ওজনে কম দেয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর গোরা-এ শহীদ ময়দান থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম।

ওসি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব-দুস্থ ও অসহায় জনগণের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত ভিজিএফের চাল ওজনে কম দেয়া হচ্ছিল। জনপ্রতি ২০ কেজি করে দেয়ার কথা থাকলেও ১৮.৪০ কেজি করে চাল দেয়া হচ্ছিল।

এ অভিযোগে শনিবার গুদামরক্ষক ও বিতরণকারী মজিবর রহমানকে আটক করা হয়। পরে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা আলতাফ হোসেন বাদী হয়ে একটি মামলা করেন, যার মামলা নং-৭৪, তারিখ : ১৮-০৮-২০১৮। মামলায় পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান এবং মজিবর রহমানকে আসামি করা হয়।

মামলা পাওয়ার পর রোববার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর গোরা-এ শহীদ ময়দান থেকে তাকে গ্রেফতার করা হয়। সেখান থেকে সরাসরি মেয়রকে আদালতে পাঠানো হয়েছে।

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।