জনগণের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল ওজনে কম দেয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর গোরা-এ শহীদ ময়দান থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম।
ওসি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব-দুস্থ ও অসহায় জনগণের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত ভিজিএফের চাল ওজনে কম দেয়া হচ্ছিল। জনপ্রতি ২০ কেজি করে দেয়ার কথা থাকলেও ১৮.৪০ কেজি করে চাল দেয়া হচ্ছিল।
এ অভিযোগে শনিবার গুদামরক্ষক ও বিতরণকারী মজিবর রহমানকে আটক করা হয়। পরে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা আলতাফ হোসেন বাদী হয়ে একটি মামলা করেন, যার মামলা নং-৭৪, তারিখ : ১৮-০৮-২০১৮। মামলায় পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান এবং মজিবর রহমানকে আসামি করা হয়।
মামলা পাওয়ার পর রোববার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর গোরা-এ শহীদ ময়দান থেকে তাকে গ্রেফতার করা হয়। সেখান থেকে সরাসরি মেয়রকে আদালতে পাঠানো হয়েছে।