যশোর ব্যুরো: আজ (সোমবার) ২০ আগষ্ট যশোরে নতুন পুলিশ সুপার হিসেবে মঈনুল হক যোগদান করেছেন। তিনি অতিরিক্ত পুলিশ সুপার সিকদার সালাউদ্দিনের কাছ থেকে দায়িত্বভার গ্রহন করেন। পুলিশ সুপার হিসেবে যোগদান করে এদিন সন্ধ্যায় তিনি যশোরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন পুলিশ অফিসের সভাকক্ষে। যশোর থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার সম্পাদক, দায়িত্বরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা নবাগত পুলিশ সুপার মইনুল হকের মত বিনিময়ে উপস্থিত হন। এসময় পুলিশ সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। পুলিশ সুপার মইনুল হক ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#
