ক্রাইমবার্তা রিপোট সাতক্ষীরার তালা উপজেলার কৃষক দলের সভাপতি আলী হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।আলী হোসেন বড়বিলা গ্রামের বরকত আলীর ছেলে।পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, রাত ১০টার দিকে বড়বিলা গ্রাম থেকে নাশকতা মামলার আসামি আলী হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া জেলা ব্যাপি পুলিশের অভিযানে আরো ৪৬ জনকে আটক করা হয়েছে।
রোববার সন্ধ্যা থেকে আজ সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় উদ্ধার করা হয়েছে-২০ বোতল ফেন্সিডির ১০ লিটার চোলাই মদসহ বেশ কিছু মাদক দ্রব্য। বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৬ টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে,সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন,কলারোয়া থানা থেকে ৫ জন,তালা থানা ৩ জন,কালিগঞ্জ থানা ৬ জন,শ্যামনগর থানা ৫ জন,আশাশুনি থানা ৬ জন,দেবহাটা থানা ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৫ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।