ক্রাইমবার্তা ডেস্করিপোট:ওন্টারিও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি নামে একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জানিয়েছে, ২০১৭ সালের আগস্ট থেকে এ পর্যন্ত মিয়ানমারের সেনারা ২৪ হাজার রোহিঙ্গা মুসলমানকে হত্যা করেছে। রোববার সংস্থাটি এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।
এতে বলা হয়েছে, গত এক বছরে এক লাখ ১৪ হাজার রোহিঙ্গা মুসলমান নির্যাতনের শিকার হয়েছেন এবং এক লাখ ১৫ হাজার ঘরবাড়িতে আগুন দিয়েছেন মিয়ানমারের সেনারা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিয়ানমারের বর্বর সেনারা ১৭ হাজার ৭১৮ রোহিঙ্গা নারীকে ধর্ষণ করেছে। জাতিসংঘ সম্প্রতি ঘোষণা করেছে, মিয়ানমারের সেনারা দেশটির মুসলিম অধ্যুষিত রাখাইন প্রদেশে ‘জাতিগত শুদ্ধি’ অভিযান চালিয়েছে।
গত বছরের ২৫ আগস্ট থেকে রাখাইন প্রদেশে মুসলমানদের বিরুদ্ধে নতুন করে ব্যাপক গণহত্যা, ধর্ষণ ও লুটপাটের অভিযান শুরু করে। রোহিঙ্গা মুসলমানরা প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন শরণার্থী শিবিরে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন।