ক্রাইমবার্তা রিপোট : সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকা থেকে ফেনসিডিলসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সকালে শহরের নিউ মার্কেট মোড় থেকে থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত একটি ট্্রাক।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার গয়েশপুর গ্রামের এবাদুলের ছেলে মোঃ আব্দুল্লাহ (৩১) ও যশোর জেলার ঝিকরগাছা থানার কুমড়ী গ্রামের মৃত করিম সরদারের ছেলে আবুল কালাম (৪৫)।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহারিয়ার হাসান জানান, ভোমরা স্থল বন্দর এলাকা থেকে ট্্রাকে একটি মাদকের চালান ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শহরের নিউ মার্কেট মোড় এরঅকায় অভিযান চালায়। এ সময় সেখানে একটি ট্রাক আটকিয়ে চ্যালেঞ্জ করা হয়। যার নম্বর যশোর ড-১১Ñ১১২২। পরে ট্রাকের টুল বক্সে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩’শ ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
Check Also
আশাশুনি উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও …