তরিকুল ইসলাম:সরকারী এম এম কলেজ : যশোরের সদর উপজেলার রেলগেটের মুজিব সড়কে মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়েছে। আজ সকাল ১০ টার দিকে জাগরণী চক্ররের সামনে এ সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আহত হয়। ।
প্রত্যক্ষদর্শীরা জানান যে,জাগরণী চক্রর পূর্ব পাশ থেকে একটি প্রাইভেটকার দড়াটানার দিকে যাচ্ছিল। এমন সময় রেলগেট দিক থেকে দ্রুতগামী মোটরসাইকেল এসে প্রাইেভিটেক ধাক্কা দেয় । এতে করে মোটরসাইকেলটি দোমেড় মুচেক যায় এবং ক্ষতিগ্রস্থ হয় প্রাইভেটকারটি।
ঘটনার সত্যতা স্বীকার করেন সদর ওসি জানান,ঘটনা স্থালে পুলিশ পাঠানো হয়েছে। কোতয়ালী থানার সাব ইন্সপেক্টর অরুণ ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি ঘটনাস্থল থেকে জানান, পরিস্থিত স্বাভাবিক রয়েছে। আহত ইস্টার্ন ব্যাংক কর্মকর্তার প্রাইভেটকারটি এবং স্থানীয় শফিকুল ইসলাম বাবুর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …