মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে টানা ৫দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে।
তবে এসময় ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার চালু থাকবে।
সাতক্ষীরা ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলওয়ার রাজু বলেন, মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব আগামী মঙ্গলবার ২২আগস্ট ঈদুল আযহা উদযাপিত হবে। সেজন্য ২১ আগস্ট মঙ্গলবার থেকে ২৫ আগস্ট শনিবার পর্যন্ত ৫দিন ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ২৬ আগস্ট রোববার থেকে আবার বন্দরের সব কার্যক্রম চালু হবে।
ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও এসময় ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দু’দেশের মাঝে যাত্রী পারাপার কার্যক্রম চালু থাকবে।