ক্রাইমবার্তা রির্পোটঃ সাতক্ষীরাঃ সাতক্ষীরায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদের স্মরণসভায় অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পৌর আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ ও জেলা যুবলীগের আয়োজনে মঙ্গলবার বিকাল ৫টায় শহীদ আলাউদ্দিন চত্বরে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আবু সায়ীদ। পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোাঃ রাশেদুজ্জামান রাশির পরিচালনায় স্মরণসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকত হোসেন, জেলা আওয়ামীলীগের আইন সম্পাদক এড. ওসমান গণি(পিপি), সাতক্ষীরা জেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লায়লা পারভীন সেজুতি। এছাড়া বক্তব্য রাখেন,সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম, পৌর যুবলীগর সভাপতি মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ শাহবাজ খান, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এড. আল মাহমুদ পলাশ প্রমুখ। স্মরণসভায় প্রধান অতিথি বলেন, যে মানুষটির জন্য আমরা বাংলাদেশ পেয়েছি। সেই মানুষটিকে স্বপরিবারে হত্যাকে জাতিকে কলঙ্কিত করার মাস এটি। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাকেও ওই অশুভ শক্তি হত্যা করার জন্য বারবার চেষ্টা চালিয়েছে। ২০০৪ সালের এই দিনে ভয়াবহ গ্রেনেড হামলা করে ওই অশুভ শক্তি আবারো নেত্রীকে হত্যার চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে জননেত্রী এখনো বেঁচে আছেন। বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সে দিন ২৪জন নেতাকর্মী শহীদ হয়েছিলেন এবং প্রায় ৪শতাধিক নেতাকর্মী আহত হয়েছিলেন। আজকের এই দিনে ওইসব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। ওই শোককে শক্তিতে পরিণত করে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হবে। বঙ্গবন্ধু স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। আর এজন্য হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আগামী নির্বাচনে নৌকাকে আবারো বিজয়ী করে ওই স্বাধীণতা বিরোধী চক্রের ষড়যন্ত্র পতিহত করতে হবে।
Check Also
সন্ধ্যায় আবারো সড়ক অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় আবারো সড়ক …