নিজের টাকায় কোরবানি দিচ্ছেন বুবলী

  ক্রাইমবার্তা ডেস্করির্পোটঃ    ঢাকা : ঢাকাই ছবির বর্তমান সময়ের সর্বাধিক আলোচিত নায়িকা শবনম বুবলী। চলচ্চিত্রের অনেকে তাকে উৎসবকন্যাও বলে থাকেন। এ বলার পিছনেও অবশ্য কারণ রয়েছে। চলচ্চিত্রে ঈদের মতো বড় উৎসবে মুক্তি পাওয়া ছবির মাধ্যমেই নায়িকা হিসেবে অভিষেক হয়েছে তার। এরপর বাংলাদেশের প্রায় সব উৎসবেই তার অভিনীত ছবি মুক্তি পেয়েছে। এবারের ঈদুল আজহা উপলক্ষে বুধবার মুক্তি পাচ্ছে তার অভিনীত  আলোচিত ছবি ‘ক্যাপ্টেন খান’। এতে বুবলীর নায়ক হিসেবে রয়েছেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান।
অসংখ্য ভক্তের প্রিয় এ নায়িকার দারুন একটি শখ হচ্ছে কোরবানির জন্য হাট থেকে গরু কিনেই তার নাম দেয়া। গত কোরবানির ঈদের গরুর নাম দিয়েছিলেন ‘পঙ্খীরাজ’। তার আগে কোরবানির গরুর নাম দিয়েছিলেন ‘যুবরাজ’। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে এবারের কোরবানিটা বুবলীর জন্য একটু আলাদা বলেই জানালেন তিনি। কেন আলাদা? সেটা শোনা যাক নায়িকার মুখ থেকেই।
বুবলী বলেন, ‘‘এবার কোরবানির জন্য ২টি গরু ও ২টি খাসি কেনা হয়েছে আমার পরিবারর পক্ষ থেকে। এর মধ্যে একটি গরু নিজের টাকায় কিনেছি। এই প্রথম নিজের টাকায় গরু কিনেছি। কালো গরু আমার খুব প্রিয়। তাই কালো রঙ্গের গরুই কিনেছি। বাসায় আনার পরেই আমি ওর নাম দিয়েছি ‘রাজাবাহাদুর’।’’
অনেক আগে থেকেই তো টাকা রোজগার করছেন আপনি। নিজের টাকায় কোরবানি এতো পরে কেন? জানতে চাইলে বুবলী বলেন, ‘অনেক আগে থেকেই আমি জব করি এটা সত্যি। তবে পরিবারের ছোট মেয়ে হওয়ায় আমার টাকা দিয়ে কোরাবানি দেবো এটা কেউ হতে দেয়নি। পরিবার থেকে সবাই  বলতো তুমি এখনও ছোট। আরও বড় হও, পরে দিও। তবে এবার পরিবার আমাকে সুযোগ দিয়েছে। নিজের টাকায় কেনা গরু কোরাবানি দিচ্ছি এ জন্য অনেক ভালোলাগা কাজ করছে।’

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।