ক্রাইমবার্তা রির্পোটঃসাতক্ষীরাঃ মহাগ্রন্থ অালকোরানে অাল্লাহ তাল্লাহ এরশাদ করেন,ধনীদের সম্পদে গরীবদের হক রয়েছে,। তাদের উচিৎ গরীবদের হক পৌছিয়ে দেয়া। কিন্তু বাস্তবতা হল ভিন্ন। পশু কুরবাণি করে যেন এক শ্রেণীর বৃত্তবান দাতা সেজে বসে অাছে। অার ফকির মিসকিনরা একটুকরা গোস্তের জন্য দারে দারে ঘুরে বেড়াচ্ছে। অাজকের দিনে এমন দৃশ্য সত্যি ভাবিয়ে তুলেছে। সুষ্ঠু বিলি বন্টনের অভাব অার ধনীশ্রেণীর দাতা সাজার কারণে গরীবদের এমন নাজেহাল। দরজায় যেয়ে দীর্ঘ লাইনে দাড়িয়ে কড়া নাড়লে মিলছে একটুকরা গোস্ত। সাতক্ষীরা সুলতানপুর এলাকা,কাটিয়া এলাকা,পাটকেলঘাটা বাজার এলাকা সহ বিভিন্ন। এলাকায় কুরবাণির গোস্ত সংগ্রকারীদের সাথে কথা বলে এমন তথ্য পাওয়া গেল। অনেকে অভিযোগ করে বলেন,এভাবে গোস্ত সংগ্রহ করা অনেক কষ্টকর। সবাই বের হতে পারে না। ফলে অাজকের দিনে তাদের কপালে হয়তো গোস্ত জোটে না। অাবার অনেকে গোস্ত সংগ্রহ করে সংরক্ষণের অভাবে হোটেল মালিকদের কাছে নাম মাত্র সেই গোস্ত বিক্রি করে দেয়। সাতক্ষীরা জেলার বেশির ভাগ এলাকায় কুরবাণির গোস্তের সুষ্ঠু বিলি বন্টন থাকলেও শহর কেন্দ্রিক তা দেখা যায় না।ফলে সমাজের মধ্য শ্রেণীর নিন্ম অায়ের মানুষের এ দিনে যেন কষ্টর পরিমাণ বেড়ে যায়। শহর কেন্দিক সুষ্ঠু বিলি বন্টনের দাবী সংশ্লিষ্টদের।
Check Also
সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …