তরিকুল ইসলামঃযশোর ঝিকরগাছাঃযশোর ঝিকরগাছায় ধনী- গরিব, সাদা -কালো নির্বিশেষে তরুণ,যুবক,বৃদ্ধ ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে কাঁধে কাঁধ রেখে দুঃখ-কষ্ট,শত্রুতা,মনমালিন্য উপেক্ষা করে ভ্রাতৃত্বের বন্ধনে ঈদুল আযহা পালিত হয়েছে।
এলাকাবাসী জানান যে,তাদের মহল্লায় প্রথমবার ঈদের জামাত জায়গা স্বল্পতার কারণে মসজিদে অনুষ্ঠিত হলো, পুরুষের পাশাপাশি মহিলা জামাতের ব্যবস্থা ছিল,তবে শেষ মুহুর্তে প্রাকৃতিক দুর্যোগের কারণে মহিলাদের দুর্ভোগ পোহাতে হয়।
তারা আরও জানান যে, গতবারের তুলনায় এবার কুরবানীর সংখ্যা একটু বেশি।আশা করা যায় বিকাল ৩ টার মধ্যে আমরা মাংস বন্টন করতে পারবো।