জহুরুল ইসলামঃ ঝিনাইদহ (মহেশপুর)প্রতিনিধিঃঝিনাইদহের মহেশপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী
লাটি অনুষ্ঠিত হয়ে। অাজ সকাল ১০টার দিকে খেলাটি অনুষ্ঠিত হয়। হাজারো উৎসুক জনতা খেলাটি উপভোগ্যগ কেরন।
খেলার অায়োজক কমিটির এক সদস্য জানান,
অাবহমান বাংলার অন্যতম জনপ্রিয় লাটি খেলাটি অাজ হারিয়ে যেতে বসেছে। অামরা হারানো গৌরব উদ্ধারের চেষ্টা করছি। খেলাটি হুমকির মুখে।
খেলোয়াড় ইব্রাহিম বলেন,পুর্ব পুরুষরা এ খেলা খেলত।অামরা সেই ঐতিহ্যকে ধরে রাখতে এখেলায় নিয়মিত অংশ নিচ্ছি।অন্য একজন খেলোয়াড় সেলিম হোসেন বলেন,পারিশ্রমিক বিহীন অন্যকে অানন্দ দেওয়ার জন্যে এখেলা করে থাকি।এ খেলায় নারী- পুরুষ,শিশু – বৃদ্ধ থেকে শুরু করে কয়েক হাজার দর্শক ভিড় করেন এখেলা দেখতে। ঢোলের তালে তালে কাসার বাজনায় নেচে গেয়ে নানা ধরনের শারীরিক কসরত প্রদর্শন করেন খেলোয়াড়েরা।