একুশে আগস্ট হামলার রায় হলে সংকটে পড়বে বিএনপি: ওবায়দুল কাদের

ক্রাইমবার্তা রির্পোটঃ    আগামী মাসে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় হলে বিএনপি আবারও রাজনৈতিক সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ও মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের ১৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর এ মন্তব্য করেন তিনি।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় যখনই ঘনিয়ে আসছে, ঠিক তখনই তারা (বিএনপি) হইচই শুরু করেছে। এর মাধ্যমে তারা খুনিদের বাঁচানোর অপচেষ্টা চালাচ্ছে।

সেতু মন্ত্রী বলেন, রায় হতে যাচ্ছে, এতে দেশের সবাই খুশি। কিন্তু একমাত্র বিএনপি অখুশি। কারণ, তারা জানে তারাই এই ঘটনা ঘটিয়েছে।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন প্রতিহত করার নামে গতবার দেশে অরাজক পরিস্থিতি তৈরি করেছিল বিএনপি। কিন্তু তারা সফল হয়নি। এবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক আছে। আওয়ামী লীগ সতর্ক। তাই এবার আর আগের পরিস্থিতি হতে দেওয়া হবে না। কেউ নির্বাচন প্রতিহত করতে এলে জনগণই তাদের প্রতিহত করবে।

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী জনসভায় গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিন দিন পর ২৪ আগস্ট আইভি রহমান মারা যান। এ হামলায় ২৪ জন নিহত হয়েছিলেন।

আগামী সেপ্টেম্বরের মধ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা হত্যা মামলার বিচারিক আদালতের রায় দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন গত ১৯ আগস্ট আইনমন্ত্রী আনিসুল হক।

Check Also

ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়

দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।