এক পায়ে বিশ্বজয়!

ক্রাইমবার্তা ডেস্করির্পোটঃ

একটি মাত্র পা-ই সম্পূর্ণ। অন্য পা-টি ইস্পাতের। সেই পা নিয়েই গোটা বিশ্বের কাছে অনুপ্রেরণা ব্রেন্না হাকাবি। গড়েছেন দুর্দমনীয় সমস্ত কীর্তি।
১৯৯৬ সালের ২২ জানুয়ারি জন্মগ্রহণ করেন তারকা জিমন্যাস্ট ব্রেন্না।

২০১৮ সালের শীতকালীন প্যারালিম্পিকে অংশগ্রহণ করে স্নো বোর্ড ও ব্যাঙ্কড স্যালোম বিভাগে সোনা জেতেন।
প্রথম প্যারালিম্পিয়ান হিসেবে বিখ্যাত ‘স্পোর্টস ইলাস্ট্রেটেড’ ম্যাগাজিনের সুইম স্যুট কভারে ঠাঁই পান হাকাবি।
মাত্র ১৫ বছর বয়সে ন্যাশনাল এবিলিটি সেন্টারে স্নো বোর্ড শেখেন হাকাবি।
পরে উটাহ-এ চলে যান স্নো বোর্ডে পেশাদারি ট্রেনিং নেওয়ার জন্য।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০১৫ সালে স্নো বোর্ডিংয়ে চ্যাম্পিয়ন হন হাকাবি।
২০১৭-এর বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্নো বোর্ড ও ব্যাঙ্কড স্যালোম— দু’বিভাগেই চ্যাম্পিয়ন হন হাকাবি।
২০১৬ সালে কন্যা সন্তানের জন্ম দেন হাকাবি।

Check Also

অন্তর্বর্তী সরকারকে ডি-স্ট্যাবিলাইজ করার ষড়যন্ত্র হচ্ছে: ফারুকী

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নানান ইস্যুতে প্রতিবাদের সুরে কথা বলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই ছাত্র-জনতাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।