ক্রাইমর্বাতা র্রিপোট: টানা পাঁচ দিন পর আজ থেকে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বন্দর সংশ্লিষ্ট সকলের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সকাল নয়টা থেকে আমদানি প্রবাহী ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করা শুরু হয়। ভোমরা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এসোসিয়েশনের এক পত্রে সরকারি ছুটির সাথে টানা পাঁচ দিন ছুটি কাটানোর সিদ্ধান্ত নেয় ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এসোসিয়েশনের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত ওই পত্রে জানানো হয়, সরকারি ছুটির সাথে মিল রেখে গত ২১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর টানা পাঁচ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর আজ থেকে বন্দরের কর্যক্রম শুরু হয়েছে।