ক্রাইমবার্তা ডেস্করির্পোট: বগুড়া কেন্দ্রীয় (বড়) জামে মসজিদের দেয়াল ঘেঁষে আ’লীগ নেতার অবৈধভাবে দোকানঘর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। মসজিদের মুসল্লিদের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকীর নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ মন্ডল ঘটনাস্থলে গিয়ে নির্মাণাধীন দোকান ঘর ভেঙ্গে দেন। এরপর মুসল্লিরা স্বস্তি প্রকাশ করে জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।
এ ব্যাপারে জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী জানিয়েছেন, নির্মাণ কাজের অনুমতি ছিল না। তাই ভেঙ্গে দেয়া হয়েছে।
এর আগে শনিবার সকাল থেকে মসজিদ কমিটির সদস্য সচিব ও পৌর আ’লীগের আহবায়ক রফি নেওয়াজ খান রবিনের নেতৃত্বে শতবর্ষী এই মসজিদের মেহরাবের দুই পাশের দেয়াল ঘেঁষে অবৈধভাবে ৬টি দোকান ঘর নির্মাণ কাজ শুরু করা হয়। এরপর মুসজিদের মুসল্লিরা ক্ষুদ্ধ হয়ে ডিসির হস্তক্ষেপ কামনা করেন।