নাটোরে মাদক উদ্ধারের নামে হয়রানি ॥ এক এএসআই ক্লোজ :নাটোরে পৃথক ঘটনায় দুইজনকে কুপিয়ে জখম

মোঃ রিয়াজুল ইসলাম:নাটোর প্রতিনিধি:নাটোরের সদর উপজেলার ছাতনি ইউনিয়নের বারোঘড়িয়া গ্রামে গভীর রাতে মাদক উদ্ধারের নামে হয়রানি করায় এক পুলিশের এএসআই আবুল কালামকে পুলিশ লাইনে ক্লোজ্ড করা হয়েছে। একই ঘটনায় ভুল তথ্য সরবরাহ করায় বড়হরিশপুর ইউনিয়নের মোঃ শামিমকে সদর থানায় আটক রাখা হয়েছে। বারোঘরিয়া এলাকার লোকজন জানান, রাত দু’টার দিকে পুলিশের এএসআই মোঃ আবুল কালামের সাথে আরও তিন জন সিভিল সোর্সকে সাথে নিয়ে আইয়ুব মন্ডলের বাড়ির গেট তল্লাশী নামে ভেঙ্গে ঢুকে পরেন। এক পর্যায়ে তারা জোড় করেই আইয়ুব মন্ডলের ছেলে মাসুদ রানার ঘরে ঢুকে পরেন। মাসুদের কাছে ইয়াবা ট্যাবলেট সহ আরো অন্যান্য মাদকদ্রব্য আছে এমন অভিযোগে তারা মাসুদকে বেদম ভাবে মারধর শুরু করে এবং তল্লাশির নামে গোটা বাড়ির জিনিস-পত্র তছনছ করে। তাদের কান্নœা-কাটি ও হই-চই শুনে আত্বীয়-স্বজন সহ প্রতিবেশীরা সেখানে ছুটে আসেন। এসময় মাসুদ রানাকে মারতে দেখে তারা কারণ জানতে চাইলে মাসুদের কাছে মাদক আছে এমন গোপন তথ্যের ভিত্তিতেই তারা সেখানে তল্লাশী করতে গেছেন। প্রায় এক ঘন্টা অভিযান চালানোর পর মাসুদের কাছে বা তার বাড়িতে কোন ধরনের মাদকদ্রব্য না পাওয়ায় এলাকাবাসী পুলিশের এএসআই আবুল কালাম ও তার সাথে থাকা সোর্স শামিমকে সেখানে আটকে রাখে তবে অন্য দু’জন সোর্স পালিয়ে যায়। পরে খবর পেয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম ভোর সাড়ে পাঁচটার দিকে তাদরেকে ওই বাড়ি থেকে উদ্ধার করে নাটোর থানায় নিয়ে আসেন। নাম প্রকাশে অনিচ্ছুক মাসুদ মন্ডলের আত্বীয়সহ কয়েকজন প্রতিবেশী জানান, মাদক তল্লাশীর নামে আইয়ুব মন্ডলের বাড়িতে থাকা গরু বিক্রি ও ব্যবসার বেশ কয়েক লাখ টাকা সাথে আসা অন্য দুইজন সোর্স নিয়ে পালিয়ে যায়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম জানান, এএসআই আবুল কালাম বারোঘয়িয়ায় একজন ওয়ারেন্ট এর আসামী ধরতে সেখানে গিয়ে স্থানীয় ইউপি মেম্বার মোঃ ইমরান হোসেনের দেয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায়। সেখানে কোন মাদক পাওয়া যায়নি যেমন সত্য, পুলিশ কোন টাকা হাতিয়ে নেয়নি সেটাও তেমন সত্য। এব্যাপারে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল হাসানাত জানান, প্রাপ্ত তথ্য যাচাই বাছাই না করে গভীর রাতে এক বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে নিরীহ লোকদের হয়রানি করার অভিযোগে পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের নির্দেশে এএসআই আবুল কালামকে পুলিশ লাইনে ক্লোজ ও ভুল তথ্য সরবরাহকারী মোঃ শামিমকে আটক রাখা হয়েছে। বিষয়টি আরো তদন্ত করে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে ছাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জ্বল হোসেন জানান, আইয়ুব মন্ডলের বাড়িতে মাদক বিরোধী অভিযান নয়, মাসুদকে ইভ টিজিং না করার জন্য সতর্ক করতে তার পরামর্শেই পুলিশ সেই বাড়িতে গিয়েছিল। তার পরিষদের ওয়ার্ড মেম্বার ও স্থানীয় যুবলীগ নেতা ইমরান হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে নেয়া হলেও তার বিরুদ্ধে কোন অভিযোগ না পাওয়ায় তাকে তিনি ছাড়িয়ে নিয়ে গেছেন। বিষয়টি নিয়ে তিনি খুব শীঘ্রই গ্রাম্য শালিস করে মিটমাট করে দিবেন বলেও জানান।

নাটোরে পৃথক ঘটনায় দুইজনকে কুপিয়ে জখম
নাটোর প্রতিনিধি
পারিবারিক কলহের জের ধরে আমিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে। অপরদিকে স্ত্রীর সাথে বিবাধের জের ধরে জামাই মহরমকে (৩০) কুপিয়ে জখম করেছে শশুর বাড়ির লোকজন। রোববার দুপুর তিনটার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর গ্রামে ও পৌর সদরের আনন্দ নগর মহল্লায় ওই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাগেছে, আহত আমিরুল ইসলাম খসরু শিকারপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। প্রতিবেশি আব্দুল করিম, আব্দুল হান্নান ও তাজু প্রামাণিকের সাথে বিরোধ চলে আসছিল। সর্বশেষ রোববার দুপুরে প্রতিপক্ষের লোকজন বাঁশ বহনের সময় আমিরুলের বাড়ি আঙ্গিনার বেড়া ভেঙ্গে ফেলে। এঘটনায় আমিরুল প্রতিবাদ করলে প্রতিপক্ষরা তার ওপর অর্তকিত হামলা চালায়। এসময় আমিরুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। আমিরুলের চিৎকারে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অপরদিকে পৌর সদরের আনন্দ নগর মহল্লার ময়লালের ছেলে মহরমের সাথে একই মহল্লার খায়রুল ইসলামের মেয়ে খাদিজার (২৫) বিয়ে হয়। একপর্যায়ে মহরম তার স্ত্রী খাদিজাকে পারিবারিকভাবে শাসন করায় শশুর খায়রুল তার ছেলেদের নিয়ে জামাই বাড়িতে গিয়ে জামাই মহরমকে কুপিয়ে জখম করে। পরে প্রতিবেশিরা আহত মহরমকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, এব্যাপারে কোন পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Check Also

সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মঙ্গলবার (১৯ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।