ক্রাইমবার্তা র্রিপোট: আশাশুনি উপজেলা থেকে সাতক্ষীরা যাওয়ার প্রধান দুই সড়ক সাতক্ষীরা টু ঘোলা ভায়া আশাশুনি এবং কুল্যার মোড় টু বাঁকা সড়ক সহ অভ্যন্তরীণ সড়কগুলোর বেহাল অবস্থা দীর্ঘদিনের। সড়কগুলোর বিভিন্ন স্থানে বড় বড় গতের্র সৃষ্টি হয়ে খানা খন্দে পরিনত হয়েছে। এসকল জরাজীর্ণ সড়কে নিরাপদে চলতে হিমসিম খাচ্ছে গণপরিবহন। অন্যদিকে সারা দেশে যখন গণপরিবহন সহ বিভিন্ন যানবাহন ও চালকের বৈধ্য কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে তারই মধ্যে একই সড়কে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে ফিটনেস বিহীন ছোট খাটো হালকা যানবাহন। সড়কে তাদের দৌরত্বের কারণে প্রায় সময় দূর্ঘটনার কবলে পড়তে হচ্ছে গণপরিবহন সহ ভারী যানবাহনগুলোকে। দূর্ঘটনার কবলে পড়ে মামলা খেতে হচ্ছে তাদের। কিন্তু নাগালের বাইরেই থেকে যাচ্ছে রেজিষ্ট্রেশন, ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স বিহীন ছোট খাটো হালকা যানবাহন এবং সংশ্লিষ্ট চালকরা। ফুটপাত উন্মুক্ত না থাকায় যানবাহন গুলোর ক্রসিংয়ে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়। অনেক সময় ফুটপাত না থাকায় সড়কের একাংশে থাকা অবৈধ যানবাহনে বা পথচারীর পেছনে লেগে যায় ধাক্কা অন্যদিকে ক্রসিং করতে গিয়ে ফুটপাত দখলকারীর ব্যবসা প্রতিষ্ঠানে উঠে যায় গনপরিবহনের চাকা। এতে করে ফুটপাত দখকারী ও পথচারীরা ক্ষিপ্ত হয়ে অনেক সময় গাড়ী ভাংচুরের মত ঘটনাও ঘটান। প্রতিটি সড়কের দু’পাশের ফুটপাত সংশ্লিষ্ট বাজারের ব্যবসায়ীরা দখল করায় সড়ক দূর্ঘটনার মত ঘটনা ঘটছে বলে অভিযোগ চালকদের। এছাড়া সড়কগুলোর বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত সৃষ্টি হওয়ায় সড়ক এখন খানা খন্দে পরিনত হয়েছে। আর একারণে অনেক সময় যানবাহনের ব্রেক ফেল, টায়ার বাষ্ট, এখনকি অনেক সময় পাতি ভেঙ্গে যাওয়ার মত ভয়াবহ ঘটনা ঘটে। এসকল অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রতিটি সড়কে ভ্রাম্যমান অভিযান অব্যহত রাখাসহ সড়কগুলো দ্রুত সংস্কার ও পুননির্মানের ব্যবস্থা এবং অনিয়ম দূর করতে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …