ক্রাইমবার্তা র্রিপোট: আককাজ : সাতক্ষীরায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মহান আল্লাহর প্রশংসা ও হামদ, নাত এবং কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে বাঁকাল শেখ পাড়া হাফিজিয়া মাদ্রাসার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ আগস্ট) বিকালে মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসা পরিচালনা কমিটির আয়োজনে হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাঁকাল হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল মোমেন। হাফিজিয়া মাদ্রাসায় ১৯৮৯ সালে স্থাপিতের এসময় আরো বক্তব্য রাখেন শেখ মামুনার রশিদ, শেখ আব্দুল কাশেম, শেখ মারুফ আহম্মেদ, রুহুল কুদ্দুস, লিয়াকত আলী, রেজাউল করিম, শাজাহান, বাবলু, আরিফ প্রমুখ। এসময় প্রায় ১শ’ ৫০জন হাফেজ ছাত্রসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রাক্তন ছাত্ররা তাদের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন এবং প্রতিবছর এধরনের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজনের জন্য পরিচালনা কমিটির কাছে সুপারিশ করেন। উল্লেখ্য যে, ১৯৮৯ সালে সাদ্রাসাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ৯০জন ছাত্র হাফেজ হয়ে দেশের বিভিন্ন স্থানে চাকুরি, শিক্ষকতা, ঈমামসহ লেখাপড়ার পেশায় নিয়োজিত আছে। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র সাতক্ষীরা আহছানিয়া মিশন মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র হাফেজ মাহবুবুর রহমান।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …